ভ্যাকসিন পাওয়া যাবে এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০২:০৩

এ মাসের শেষের দিকেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার সব প্রস্ততি সম্পন্ন হয়েছে ফলে ভ্যাকসিন পেতে কোনো বাধা নেই।

জাহিদ মালেক জানান, 'ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশ আমাদের ভ্যাকসিন দিতে ইচ্ছুক। তাই আমাদের ভ্যাকসিনের কোনো কমতি হবে না।'

তিনি সবাইকে করোনাভাইরাসের কবল থেকে বাঁচতে মাস্ক পরা ছাড়াও সচেতন থাকার উপর গুরুত্ব দেন।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top