নিরাপদ পানির অভাবে ডায়রিয়া বাড়ছে মোরেলগঞ্জে

শাকিল খান | প্রকাশিত: ৬ মে ২০২৩, ২৩:৫৯

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগ ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। গত ছয় দিনে ৩০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 শনিবার হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপে ৫০ শয্যার এ হাসপাতালটির বারান্দা ও মেঝেতে স্থান নিয়েছেন রোগীরা।

বিশেষজ্ঞরা বলছেন, এ রোগে নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। অতিরিক্ত গরম ও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নিরাপদ পানির সংকটে মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ নাদেরুজ্জামান আকাশ বলেন, কয়েকদিন ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এখানে নিরাপদ পানির যথেষ্ট অভাব রয়েছে। বেশিরভাগ মানুষ দরিদ্র। তারা পুকুর, খাল ও ডোবা থেকে পানি সংগ্রহ করে, তা ব্যবহার ও পান করে থাকে। এ কারণে ডায়রিয়া দেখা দিয়েছে।

এসব রোগ থেকে রক্ষা পেতে হাসপাতালের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top