• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১০ বছর সাজার ভয়ে ১৮ বছর পলাতক! অবশেষে গ্রেপ্তার

শাকিল খান | প্রকাশিত: ৭ মে ২০২৩, ২০:০৯

ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে হত্যা মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দম্পতি ১৮ বছর পর গ্রেপ্তার হয়েছেন। ঢাকার যাত্রাবাড়ির দক্ষিণ কাজলা এলাকা থেকে শুক্রবার (৫ মে) রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

আটকৃতরা হচ্ছেন- উপজেলার গোসনতারা গ্রামের তোহাবুর কাজী ও তার স্ত্রী এবং একই গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের মেয়ে আলেয়া বেগম।

জানা যায়, কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের পরকীয়ার জের ধরে ১৯৯৮ সালের ১৭ জুন আলেয়া বেগমের স্বামী মাহাবুব কাজীকে তার ছোট ভাই তোহেবুর কাজী হত্যা করে। পরে তোহেবুর কাজী তার ভাইয়ের স্ত্রী আলেয়া বেগমকে গোপনে বিয়ে করে এবং মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহত মাহাবুব কাজী ও গ্রেপ্তার  আলেয়া বেগমের মেয়ে মুক্তি বেগম বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর তোহেবুর কাজী ও আলেয়া বেগমসহ দুই আসামিরর ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে  আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top