আলোচিত স্কুল শিক্ষক হত্যার আরও ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার
শাকিল খান | প্রকাশিত: ৭ মে ২০২৩, ২৩:২২
রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত ২টি ওয়ান শুটারগান ও ২টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শরিষা ইউনিয়নের রাসেল মন্ডল (২০), রমজান শেখ (৪০) ও সজীব শিকদার (২০)।
শনিবার (৬ মে) সকাল ১১টার দিকে পাংশা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত ৯টার দিকে স্কুল শিক্ষক মিজানুর রহমান কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০ সন্ত্রাসী তার কাছে থাকা হালখাতার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তখন তার কাছে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা মিজানুর রহমানকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে মামলা করে।
মামলার পর অস্ত্র-গুলিসহ ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় গতকাল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে জব্দ করা হয় দুটি ওয়ানশুটার ও দুইটি ককটেল বোমা। এ নিয়ে এ মামলায় মোট ৯ আসামি গ্রেফতার হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।