টঙ্গীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শাকিল খান | প্রকাশিত: ৭ মে ২০২৩, ২৩:৪৭
টঙ্গীর পাগার এলাকায় অবস্থিত হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
আজ রবিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, রবিবার দুপুরে কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় সুতা ও তুলার মজুত করা গুদামে আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিকরা আগুন নিভাতে চেষ্টা করেন। পরে গুদামটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আরও দুইটি ইউনিট যুক্ত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন। টঙ্গী থেকে তিনটি ইউনিট কাজ করছে। সেইসঙ্গে পার্শ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিসে খবর পাঠালে আরও দুইটি ইউনিট যুক্ত হয়ে মোট ৫টি ইউনিট কাজ করছে। তবে অতিরিক্ত ধোঁয়া থাকায় আগুন নেভাতে বেক পেতে হচ্ছে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়: টঙ্গী আগুন ফায়ার সার্ভি News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।