ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে আটক ২

শাকিল খান | প্রকাশিত: ৮ মে ২০২৩, ১৮:৩৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেসবুক গ্রুপ খুলে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ মে) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (৬ মে) রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- গোমস্তাপুর উপজেলার ছোট বঙ্গেশ্বরপুর গ্রামের আবদুস শুকুরের ছেলে হাসিব (২০) ও নরশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হামিদুর রহমান শান্ত (২০)।

পুলিশ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের দুই সদস্য হাসিব ও শান্তকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি, ব্যবহৃত মোবাইল ও বিকাশ থেকে উত্তোলনকৃত ২৭ হাজার টাকা জব্দ করা হয়। চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় রবিবার গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top