এসএসসি পরীক্ষার্থীর খাতায় লিখে দিচ্ছিলেন শিক্ষক!
শাকিল খান | প্রকাশিত: ৮ মে ২০২৩, ২৩:০৩
পরীক্ষাকেন্দ্রে ঢুকে এক শিক্ষক পরীক্ষার্থীদের খাতায় লিখে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে দাখিল পরীক্ষাকেন্দ্রের হল সুপারসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
অব্যাহতি প্রাপ্তদের নাম- ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী জান্নাত খান, কেন্দ্র সচিব ইসলামাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, হল সুপার শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার একেএম আব্দুল্লাহ। এ ছাড়া কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ইসলামাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া ও রাইশিমুল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইবনুল হাসানকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রের হল সুপার শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার একেএম আব্দুল্লাহ জানান, পরীক্ষার কেন্দ্রে ডিউটিরত ছাড়া কাউকে প্রবেশ করতে দেখি নাই। ইউএনও স্যার কেন অব্যাহতি দিয়েছেন তাও জানি না।
ইউএনওর দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা জানান, ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: এসএসসি পরীক্ষা অব্যাহতি News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।