ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেপ্তার ৩
শাকিল খান | প্রকাশিত: ১০ মে ২০২৩, ০১:০৩
সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁশিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলো- ভালুকার পুরুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশাররফ (৩০), ময়মনসিংহের ফুলপুরের বালিয়া গ্রামের মোস্তফার ছেলে মো. হানিফ (২৯) এবং চাঁদপুর জেলার ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬)।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার বাঁশিল গ্রামের তালতলা এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে থাকে। তখন তাড়া করে পুলিশ তিন জনকে আটক করে। সাত দিনের রিমান্ড আবেদনে আজ মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোশারফ হোসেনের নামে ভালুকা থানার তিনটি মামলা আদালতে বিচারাধীন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।