নওগাঁ জেলা প্রশাসনের সব সংবাদ বর্জন করার ঘোষণা সাংবাদিকদের

শাকিল খান | প্রকাশিত: ১০ মে ২০২৩, ১৮:৩৭

ছবি: সংগৃহীত

নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবে সাংবাদিকদের অসম্মান করায় অনুষ্ঠান বর্জনসহ অনির্দিষ্টকালের জন্য স্থানীয় জেলা প্রশাসনের সকল কর্মকাণ্ড ও সংবাদ বর্জন করেছেন সংবাদকর্মীরা।

সোমবার (৯ মে) রাতে জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, গত ৮ মে থেকে নওগাঁর পতিসরে শুরু হয় তিন দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজন করে এই অনুষ্ঠানের। সেখানে সাংবাদিকদের বসার জন্য কোনও ব্যবস্থা রাখা হয়নি। ফলে বাধ্য হয়েই মাটিতে বসেই অনুষ্ঠান কাভার করতে হয় গণমাধ্যম কর্মীদের। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিকদের মাঝে। প্রতিবাদ জানাতেই অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের সকল সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বলেন, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর মতো এমন জাতীয় আয়োজনে সাংবাদিকদের জন্য কোনো আসন না থাকা দুঃখজনক। প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে, তারাই সামনের সারিতে বসে ছিলেন। আর জেলার সকল সাংবাদিকরা নিচে বসে সংবাদ সংগ্রহ করেছেন। যা পুরো সাংবাদিক সমাজকে অপমান করা হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের সকল সংবাদ ও কর্মকাণ্ড বর্জন ঘোষণা করা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জেলার কয়েকটি সাংবাদিক সংগঠনও।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top