খাগড়াছড়িতে আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

শাকিল খান | প্রকাশিত: ১৭ মে ২০২৩, ২৩:৫৩

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে অর্ধ শতাধিক দোকানপাট। মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে দীঘিনালার বাস স্ট্যান্ড এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সেনাবাহিনীসহ স্থানীয়দের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় বাসটার্মিনাল এলাকার ৫৩টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সকালে অগ্নিকাণ্ডের স্থলে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফলে সকলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুনঃরায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা বলছেন, রাত একটার পর দুইটা শব্দ শোনা যায়। এরপর আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভাতে গিয়ে পানির সংকট দেখা দেয়। পরে খাগড়াছড়ি সদরের আরেকটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে থাই অ্যালুমোনিয়াম গ্লাস, মুদিমাল, চায়ের দোকান, খাবারের হোটেলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ব্যবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মধ্যরাত হওয়ায় কোনো ব্যবসায়ী দোকানের মালামাল বের করতে পারেনি।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটায় আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ৫২টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top