বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজছাত্র নিহত

শাকিল খান | প্রকাশিত: ২০ মে ২০২৩, ১৮:৫১

ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আশিকুর রহমান নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আশিকুর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর রেল কলোনির তফিল উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

ইতোমধ্যে এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আতিকুর রহমান একই উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (২০ মে) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার বিকেলে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হরিশ্বর ও নিজপাড়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার আয়োজন করেন। পরে খেলায় আশিকুর ও আতিকুরের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় আতিকুর ও আশিকুর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশিকুর গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান আশিকুর।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top