আবারও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

শাকিল খান | প্রকাশিত: ২১ মে ২০২৩, ২২:১০

ছবি: সংগৃহীত

সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন উদ্ধার কাজ শেষে ১৫ ঘণ্টা পর শনিবার (২০ মে) রাত ৮টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ শুরু হয়। তবে আবারও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

আজ রবিবার ভোর ৫টা থেকে রেলওয়ের ৩টা বগি উদ্ধারে কাজ করছে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে থেকে আসা ২টি উদ্ধারকারী ট্রেন।

জানা গেছে, আজ সকাল ৬টা ১৫মিনিটে ছেড়ে আসা আন্তঃনগর কালনী ট্রেনটি ৭টা ৫০মিনিটে শমশেরনগর স্টেশনে অবস্থান করছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেনযোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকৃত ৩টা বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে। কাজ শেষ হওয়ার পর ট্রেন ছেড়ে যাবে।

দেখা গেছে, সকালে ২টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top