রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
টেকনাফ থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ২১:৩৫
কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা ডাকাত দলের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় এক নিহত হয়েছেন। আরও ২৩ জনের বেশি আহত হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের সঙ্গে রোববার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে গোলাগুলির ঘটনায় ঘটে।
নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা। গোলাগুলির ঘটনায় ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন নিউজফ্ল্যাশ৭১ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পে ২ ডাকাত দলের মধ্য গোলাগুলির ঘটনায় ১ জন মারা গেছে। আরও ২৩ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।