‘লিচু খেয়ে’ মাদরাসার ছয় শিশু শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
শাকিল খান | প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১৮:৪৬
রাতের খাবারের পর লিচু খেয়ে শুয়ে পড়ে বালিকা মাদরাসার ৬ শিক্ষার্থী। সকালে পেটের পিড়া শুরু হয়। তড়িঘড়ি করে তাদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বর্তমানে ওই শিক্ষার্থীরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ ওই ছয় শিশু শিক্ষার্থী বালিকা মাদরাসাটির ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। দারুস সালাম সালাফিয়া বালিকা মাদরাসার পরিচালক আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থ ওই ছয় শিশু শিক্ষার্থী হল- ফারিয়া (৯) আলিফা (৮), নাজনীন (৯) নামিশা (৯) রাফিয়া (৯) ও সায়মা (৮)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান জানান, লিচু থেকে সৃষ্ট প্রতিক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভর্তির সঙ্গে সঙ্গে শিশুদের স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিষয়: লিচু অসুস্থ শিক্ষার্থী News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।