সোনারগাঁয় নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
শাকিল খান | প্রকাশিত: ২৫ মে ২০২৩, ২০:০২
নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিখোঁজ হওয়ার ৭ দিন পর সাদেক শিকদার (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেনিখালী সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদেক শিকদারের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। তিনি বেশ কিছুদিন যাবত সোনারগাঁও উপজেলার বাড়ীমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন।
নিহতের মেয়ের জামাই মোসলেউদ্দীন বলেন, গত ১৬ মে বিকালে আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন বৃদ্ধ সাদেক শিকদার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাবার সন্ধান না পেয়ে তার মেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে, কারা ওই বৃদ্ধকে হত্যা করেছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়: নারায়ণগঞ্জ নিখোঁজ মৃত্যু News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।