বাগেরহাটে বাঘ আতঙ্ক!
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ২২:৩১
বাগেরহাট জেলার শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামে বাঘ আসার পদচিহ্ন দেখতে পায় এলাকাবাসী। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১০ জানুয়ারি) দক্ষিণ রাজাপুরের মোঃ আলমগির তালুকদার বাঘের পায়ের ছাপ দেখে টাইগার টিমকে খবর দিলে দাসের ভাড়ানী টাইগার-টিমের সদস্য মোঃ সুমন এবং জিয়াউল হক ঘটনা স্থান পরিদর্শন করেন। বাঘ গ্রামে আসা এবং সুন্দরবনে আবার ফিরে যাবার পদচিহ্ন নিশ্চিত করেন তারা। বাঘের পায়ের ছাপ মেপে তারা নিশ্চিত করেছেন লোকালয়ে আসা বাঘটি প্রাপ্তবয়স্ক।
বাঘের চলাচলে পৌনঃপুনিকতার বৈশিষ্ট্য থাকায় আবার সে লোকালয়ে আসতে পারে বলে মনে করেন টাইগার টিমের উপজেলা ফেসিলিটেটর হাওলাদার মোঃ আলম।
আবার যে কোন সময়ে বাঘটি লোকালয়ে আসতে পারে বিধায় বনাঞ্চলের নিকটবর্তী সবাইকে সাবধানে চলাচল করতে বনবিভাগ ও টাইগার টীমের পক্ষ থেকে বলা হয়েছে।
বিষয়টি বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিটিআরটি এবং সিপিজি এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।