৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করল নাতি
শাকিল খান | প্রকাশিত: ১ জুন ২০২৩, ১৯:৪৯
ভোলার চরফ্যাশন উপজেলায় সাত লাখ টাকা কাবিনে বিধবা দাদির সাথে নাতির বিয়ে হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৩১ মে) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে বিষয়টি ছড়িয়ে পড়লে তাদের একনজর দেখতে বাড়িতে ভিড় করছে স্থানীয় মানুষ। গত ২১ মে ভোলা গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ে করা নাতি মো. মিরাজ (২৩) শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহে আলম বেপারির মৃত্যু হয় দেড় বছর আগে। মৃত্যুর পর তার স্ত্রী সামছুন্নাহারের (৫০) সাথে তার ছেলে জসিম উদ্দিনের ছোট ছেলে মিরাজ হোসেনের (২৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে দাদি-নাতি। পরে দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ধরা পরে স্থানীয়দের হাতে। পরে স্থানীয় মাতবররা বিষয়টি মিটমাটের জন্য সালিশ বৈঠক করে। এতেও কোনো সুরাহা হয়নি। অবশেষে রবিবার (২১ মে) দুপুরে সাত লাখ টাকা কাবিননামায় ভোলা নোটারি পাবলিক কার্যালয়ে কোড অ্যাফিডেফিট করে দাদি-নাতির বিবাহ সম্পন্ন করে স্থানীয় মাতবররা।
এ বিষয়ে মিরাজ বলেন, আমি দাদিকে বিয়ে করে কোনো পাপ করিনি। আমি নিয়ম মেনেই বিয়ে করেছি। আমাদের সংসার সুখেই চলছে।
দাদি সামসুন্নাহার বেগম বলেন, ভোলায় গিয়ে মিরাজ আর আমি বিয়ে করেছি। গত ২১ মে বিয়ে করার পর থেকে মিরাজ আমার বাড়িতেই আছেন। আমরা খুব ভালো আছি।
বিষয়: দাদি-নাতি ভোলা বিয়ে News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।