স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
শাকিল খান | প্রকাশিত: ৬ জুন ২০২৩, ২২:১২
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে খুনের অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ ন ম ইলিয়াসের আদালতে এ রায় দেন।
জানা গেছে, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম। এ ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট খন্দকার হালিম জানান, মঙ্গলবার দুপুরে এ ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় অভিযুক্ত জুনু বেগমকে।
অপরদিকে জানা যায়, রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী।
বিষয়: নরসিংদী খুন অপরাধ News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।