শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

শাকিল খান | প্রকাশিত: ৮ জুন ২০২৩, ২০:৪১

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ফকির পাড়া এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) ও ছেলে মো. আব্দুল্লাহ (৩)।

বৃহস্পতিবার (৮ মে) হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মা ও ছেলের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মা ও ছেলের উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুর কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top