বরগুনায় ৪ মণ হরিণের মাংসসহ ট্রলার জব্দ
শাকিল খান | প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২০:৪০
বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদী থেকে বস্তাবন্দি চার মণ হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বলেশ্বর নদীর কিনারে এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (১১ জুন) চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বলেশ্বর নদীতে ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান ডিউটি করার সময় বলেশ্বর নদীর তীরে একটি ট্রলার হইতে ৪ বস্তায় অনুমান ৪ মণ হরিণের মাংস পলিথিনে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়েছে। এসময় পাচারকারীরা নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে হরিণের মাংস ও ট্রলার জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।