বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে ১৫
শাকিল খান | প্রকাশিত: ১২ জুন ২০২৩, ২০:৪২
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওমরদিঘীতে এ দুর্ঘটনা ঘটে।
আজ (১২ জুন) বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন— বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওসি আব্বাস আলী জানান, সোমবার (১২ জুন) সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
বিষয়: বগুড়া সংঘর্ষ গুরুতর আহত News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।