খুলনায় এগিয়ে নৌকার খালেক

বরিশাল সিটি নির্বাচনে জয়ের পথে নৌকা

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০৩:৩৮

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বড় কোনো সংঘাত ও সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১২ জুন) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। এখন চলছে ভোট গণনা।

সর্বশেষ ১২৬ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১০৮ কেন্দ্রের ফলাফল জানা গেছে। নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ১০৮ কেন্দ্রে ৭৫ হাজার ৮৫২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাথা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ২৯ হাজার ৫৫১ ভোট পেয়েছেন।

বরিশালে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নগরীর ৩০টি ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। 

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া তার গাড়ি ভাঙচুর, কর্মীদের ওপরও হামলা, কারচুপি, দলীয় এজেন্টকে ঢুকতে না দেয়া, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ তোলা হয়।

এদিকে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বেসরকারিভাবে ১০৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৯০১ ভোট।

অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে শফিকুল ইসলাম মধু পেয়েছেন ৫১৭৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল পেয়েছেন ১৬৮৮০টি, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ১৬৭৬ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ৫০৩২টি ভোট।

কেসিসিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এক কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভোট দিয়েছেন ৩৩০ জন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top