শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে বজ্রপাতে কিশোর নিহত

শাকিল খান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৮:৩৭

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বজ্রপাতে নাঈম হোসেন (১২) নামে এক ফার্ণিচার দোকানের শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকেল ৩ টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাসেল (১৫) নামে আরও এক কিশোর আহত হয়েছে।

মৃত নাঈম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আবদুল আলীমের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের নানার বাড়িতে থেকে কাঠ ফার্নিচারের কাজ শিখছিল। আহত রাসেলের পরিচয় জানা যায়নি।

জানা যায়, নাঈম লক্ষ্মীপুর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে একটি ফার্ণিচার দোকানে কাজ করেন। দুপুর ২ টার দিকে শহরে বৃষ্টি শুরু হয়। ফার্ণিচার দোকানে কাজ চলাকালীন বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নাঈম ঘটনাস্থলেই মারা যায়৷ এ সময় একই দোকানের শ্রমিক রাসেল আহত হয়। সে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।  

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top