গড়াই নদীতে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী, ১৭ ঘণ্টা পরও পাওয়া যায়নি

শাকিল খান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৮:৫৩

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে তানভীর নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা টেকে গেলেও খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সোমবার (১২ জুন) বিকেল পৌনে ৪টার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ জুন) কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ তানভীরের (২৩) বাড়ি বরগুনা জেলায়। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন জানান, একটি হাইস মাইক্রো গাড়ি নিয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৩ জন ছাত্র মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগর, পরে কুমারখালীর লালন আখড়াবাড়িতে যান। পরে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে তিন বন্ধু নামেন। তারা সাঁতরে গড়াই নদ পার হবার চেষ্টা করেন। ওপারে পার হবার সময় দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হন। কিন্তু তানভীর নামে একজন পানিতে তলিয়ে যান।পরে খবর পেয়ে সেখানে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান শুরু করেন।

তিনি আরও জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও খুলনা নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী তানভীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে খুলনা ডুবুরি দলের পাঁচ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top