• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভাইয়ের মৃত্যু শোকে ছাদ থেকে লাফিয়ে বড় বোনের আত্মহত্যা

শাকিল খান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৭:৫৬

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে মারা যাওয়া ছোট ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বড় বোন। ঘটনাটি ঘটেছে ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লাবাড়ি এলাকায়। সোমবার (১২ জুন) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ জুন) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত নীরব মোল্লা (১১) ও নাজা বেগম (১৮) চন্ডিবর এলাকার মোল্লা বাড়ির বাছির মোল্লার ছেলে ও মেয়ে।

জানা যায়, শহরের দক্ষিণ চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মিয়ার ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নীরব মোল্লা (১২) গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশের নিচু জমিতে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পাশের জলাশয়ে পড়ে যায়। নীরব জলাশয় থেকে ফুটবল আনতে গেলে পানিতে পড়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতালে ছুটে যান বড় বোন নাজা। এ সময় ছোট ভাইয়ের মরদেহ দেখে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়ে বিলাপ করেন নাজা। এর কিছু সময় পর ভাইয়ের মরদেহের সঙ্গে নাজা বাড়িতে আসেন। বাড়িতে এসেই সবার অজান্তে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন নাজা। এ সময় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ জানান, পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আর শিশুটির বড় বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top