স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলো স্বামী
শাকিল খান | প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ২৩:৩৯
রাজশাহীর বাঘায় স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মতিউর রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সকাল ৮টায় উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।
নিহত ব্যক্তি উপজেলার ঝিনা রেলগেটপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে মতিউর রহমান (২২)। বৃহস্পতিবার (১৫ জুন) ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মতিউর রহমান প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন। তাদের একটি দুই মাসের সন্তান রয়েছে। কিছু দিন আগে স্বামীর ওপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চলে যান। তাকে নানাভাবে বুঝিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন মতিউর। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়িসংলগ্ন রেললাইনের ওপরে যান তিনি। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মতিউর ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিষয়: রাজশাহী আত্মহত্যা ট্রেন News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।