সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
শাকিল খান | প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২৩:৫৫
আজ শনিবার (১৭ জুন) সকালে দিরাইয়ে হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে ও বিশ্বম্ভপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে বালিপাথর সংগ্রহের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বিশ্বম্ভরপুরের জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া এবং দিরাইয়ের দৌলতপুর গ্রামে আব্দুল মালেক।
সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে ধোপাজান নদীতে বালু উত্তোলনের জন্য যান সেলিম ও জয়নাল। আকস্মিক বজ্রপাতে সেলিম ও জয়নালের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে আবদুল মালিক মারা যান।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিষয়: সুনামগঞ্জ বজ্রপাত নিহত News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।