ইউপি চেয়ারম্যান বাবুসহ চারজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর
শাকিল খান | প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২০:২৬
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ (১৮ জুন) বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রবিবার ভোরে ইউপি চেয়ারম্যান বাবুসহ আরও তিনজনকে থানায় আনেন র্যাব। তাদের সকালে আদালতে পাঠানো হবে। একইসঙ্গে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।