রানা হত্যায় ৭ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
শাকিল খান | প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২৩:৩৫
কুমিলার চম্পকনগর এলাকায় সেনিটারি মিস্ত্রি রানা হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় ৫ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে।
রবিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হেসেন এ রায় দেন। মোট ১৬ জন আসামির মধ্যে চারজনকে খালাস এবং ১২ জনকে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় মোট ১৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী এ পি পি রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের পহেলা মে রাতে চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় রানার বাবা জাহাঙ্গীর খান বাদী হয়ে ছয়জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরও দশজনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে তদন্ত কর্মকর্তা।
তিনি আরও জানান, দীর্ঘ ১৮ বছর মামলার চলমান তদন্তে আসামিদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য আমলে নিয়ে এ রায় দেন আদালত। রায় প্রদানের সময় মোট নয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড চার ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুজনসহ মোট ছয় আসামি পলাতক রয়েছে।
এ রায়ে বাদী নিহত রানার বাবা জাহাঙ্গীর খান সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।