পদ্মায় বেড়েছে পানি, দৌলতদিয়ায় দুটি ঘাট বন্ধ

শাকিল খান | প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফেরি ঘাটের পন্টুনের এ্যাপ্রোজ সড়ক ডুবে গেছে। এতে ঈদ মৌসুমে গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমান দৌলতদিয়া ফেরি ঘাটের ৪টির মধ্যে ২টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মঙ্গলবার (২০ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র থেকে জানা যায়, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে সোমবার (১৯ জুন) দৌলতদিয়ার চারটি ফেরি ঘাটের মধ্যে তিন ও চার নম্বর ঘাট দুটির র‍্যাম ও অ্যাপ্রোচ সড়কে পানি উঠে যায়। এ সময় ঘাট দুটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে বিআইডব্লিউটিএসহ সড়ক ও জনপথ বিভাগ ঘাট দুটি মেরামত করে। মঙ্গলবার (২০ জুন) সকালে ৪ নম্বর ঘাটটি পুনরায় সচল হয়। তবে পানিতে র‍্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে গত শনিবার থেকে তিন নম্বর ঘাট বন্ধ আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, হঠাৎ পানি বাড়ায় সবকটি ঘাটের র‍্যামের মাথা তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেকারের সাহায্যে র‍্যাম লো-ওয়াটার থেকে মিড-ওয়াটার লেভেলে স্থানান্তর শেষে সন্ধ্যা নাগাদ ৪ নম্বর ঘাট চালু হবে বলে আশা করছি। ৭ ও ৩ নম্বর ঘাটও একইভাবে লো-ওয়াটার থেকে মিড-ওয়াটারে স্থানান্তর শেষে চালু করা হবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top