সিলেটবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয় : আনোয়ারুজ্জামান
শাকিল খান | প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৯:০৭
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগকে নিজের বিশাল জয় উৎসর্গ করেছেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) দল ঘোষণার পর সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তার নির্বাচনি প্রচারণায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করায় স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিটি করপোরেশনের নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সিলেটবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়।
তিনি আরও বলেন, আমি আমার উন্নয়ন তৎপরতা, সেবা আর ইশতেহার ঘোষিত ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। তবে সেজন্য অবশ্যই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের স্নেহ ভালোবাসা চাই। চাই আমাদের এই আধ্যাত্মিক পুণ্যভূমিকে একটি স্মার্ট ক্লিন ও তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলতে।
আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।