শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে মানুষ

শাকিল খান | প্রকাশিত: ২২ জুন ২০২৩, ২০:৪৪

ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবছে গ্রামের পর গ্রাম; তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। পানির তোড়ে ভাঙছে বাঁধ। বসতভিটা ছেড়ে কেউ কেউ উঁচু জায়গায় অবস্থান নিলেও অনেকের দিন কাটছে নৌকায়।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে যমুনার পানি বাড়ছে। নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে কিংবা অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে।

জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়নে ভাঙনের শিকার জবেদ আলী জানান, কয়েকদিন ধরে হঠাৎ যমুনা নদী পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙন ও পানি বৃদ্ধিতে কাঠমা, ভাংবাড়ী, টগারচর, ইলনেমারি, মাইজবাড়ী, পশ্চিম কাটমা জনতা বাজার শত শত ঘরবাড়ি ও উঠতি ফসল ভাঙন আতঙ্কে মধ্যে রয়েছে এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড সূত্র থেকে জানা গেছে, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top