টিকটক করতে গিয়ে যমুনায় পড়ে নিখোঁজ কিশোর

শাকিল খান | প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৯:০১

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে মোবাইল ফোনে টিকটক করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে এক কিশোর। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ কিশোর হচ্ছেন, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চিকাজানী গ্রামের হিরু মিয়ার ছেলে আপন (১৬)। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, শনিবার (২৪ জুন) দুপুরে অন্তঃনগর তিস্তা এক্সপ্রেসে দেওয়ানগঞ্জ দাদার বাড়ি বেড়াতে এসে সেখান থেকে কুড়িগ্রামের রাজিবপুরে ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে যাওয়া বাদ হওয়ায় সঙ্গের আরো দুই বন্ধু মিলে তিনজন বিকেল ৪ ঘটিকার দিকে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল অন্তর্গত যমুনা নদীতে ঘুরতে যায়, সেখানে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে বিভিন্নভাবে ছবি তুলছিল, ছবি তুলতে তুলতে তিন বন্ধু নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও আপনকে খুঁজে পায়নি। সৌরভ আলীফ নামে উদ্ধারকৃত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে অপরজন সুস্থ আছে তবে তার নাম জানা যায়নি।

খবর পেয়ে বিকেল ৫ ঘটিকা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করে, সন্ধ্যার পর থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে, অন্ধকারের কারণে রাত ৮ ঘটিকায় উদ্ধার স্থগিত করে।

অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া জানান, নিখোঁজ আপনের মা-বাবা দু’জনই সরকারি কর্মচারী। শিক্ষার্থী আপন যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top