রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে পূর্ণাঙ্গ চার লাইন করার দাবি মানববন্ধন

শাকিল খান | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩, ২২:৪৮

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে পূর্ণাঙ্গ চার লাইন করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ (৬ জুলাই) সকালে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের সামনে এ মানববন্ধন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পূর্ণাঙ্গ চার লাইন বাস্তবায়ন পরিষদ। মানববন্ধন শেষে সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তরা জানান, মহাসড়কের লালবাগ, পদুয়ার বাজার, কোটবাড়ি সড়কসহ বিভিন্ন স্থান মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন ঘটছে প্রাণহানির ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে পূর্ণাঙ্গ চার লাইন রূপান্তর করতে হবে। সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে সড়ক বিভাজন, উড়াল সেতু, আন্ডার পাস নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কামরুল হাসান মজুমদার, ওহিদুর রহমান খোকনসহ অন্যরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top