বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে ১৫

শাকিল খান | প্রকাশিত: ৯ জুলাই ২০২৩, ১৮:৩১

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে বরিশাল নগরীর কাশিপুরে সংঘর্ষে জড়িয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনুসারী দুই গ্রুপ। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (৯ জুলাই) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় নগরীর কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদ উদ্দিন, মাহাদি, মাসুদ, হাসান, তুহিন, রাহাত। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শনিবার দুপুরে বিসিসি’র নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সমর্থকসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বাসযোগে বরিশাল ফিরছিল। বহরের একটি বাসে ৩০নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইমরান মোল্লার কর্মী সুবে জাকারিয়ার সঙ্গে যুবলীগ নেতা অসীম দেওয়ানের কর্মী মেহেদী ও সোহেলের বাদানুবাদ হয়।

পরে একই দিন সন্ধ্যায় বহরের বাসটি নগরীর কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার কর্মীদের সঙ্গে অসীম দেওয়ানের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মফিজুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫ জন হাসপাতালের সার্জারি ও অর্থপেডিক্স ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬ জন গুরুতর আহত রয়েছেন।

এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top