গোলাগুলিতে রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ কমান্ডার নিহত

শাকিল খান | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ২২:৫৬

ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে গোলাগুলিতে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি গুলি, অস্ত্র, ওয়াকিটকি, মোবাইল ফোন ও সিমকার্ড।

সোমবার (১০ জুলাই) ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হোসেন মাঝি। তিনি আরসার শীর্ষ কমান্ডার ও তার নেতৃত্বে পাঁচটি ক্যাম্প পরিচালিত হয়।

সৈয়দ হারুন অর রশীদ বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসও-এর মধ্যে সংঘর্ষ বেড়ে চলেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুলিশের টহল দলের সদস্যদের লক্ষ্য করে আরসা সন্ত্রাসীরা গুলি করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে আরসার সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে বন্দুক, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন ও সিমকার্ড পাওয়া যায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top