একদিনে কুমেক হাসপাতালে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি
শাকিল খান | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ২২:৫৮
কুমিল্লায় ডেঙ্গু ভয়াবহ রুপ ধারণ করেছে। রাজধানীর পাশ্ববর্তী জেলা হওয়ায় ভয়ানক হারে ছড়িয়ে পড়েছে কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার হাসপাতাল গুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাসপাতালগুলোতে বর্তমানে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কুমেক চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। বাকিরা সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, চান্দিনা, বরুড়া, মেঘনা ও দাউদকান্দিসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৪ জন। বুধবার (১২ জুলাই) একদিনেই বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আরও ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বিষয়: কুমিল্লা ডেঙ্গু ভয়াবহ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।