শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

একদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯০

শাকিল খান | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৮:৩৬

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৯০ জন ভর্তি হয়েছেন। শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

জানা গেছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৪ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গুর প্রকোপ চট্টগ্রামে বৃদ্ধি পাচ্ছে। মশা প্রতিরোধ ও সচেতনতা ডেঙ্গু থেকে রক্ষা করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন দপ্তর থেকে বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top