বিএনপির পদযাত্রা : সংঘর্ষে, যানজটে ভোগান্তি
শাকিল খান | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ২২:২৬
গাবতলী থেকে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বিএনপির পদযাত্রা শুরু হয়।
যাত্রীরা জানান, গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ওই যানজট সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট ধরে গাড়ি একই স্থানে দাঁড়িয়ে আছে। গরমে জীবন অতিষ্ঠ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর শুনেছি বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এই জন্য যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল থেকেই গাবলতীতে বিএনপির পদযাত্রা চলছে। এ কারণে সড়কের ঢাকামুখী লেনে আমিনবাজারে যানজট তৈরি হয়েছে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আজ মহাসড়কে কোনো চেকপোস্ট বাসানো হয়নি। তবে নিরাপত্তা জোরদারে মহাসড়কে পুলিশ রয়েছে।
বিষয়: বিএনপি পদযাত্রা যানজট newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।