মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

৯ দিনের নবজাতককে কামড়িয়ে মেরে ফেললেন বাবা!

শাকিল খান | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ২১:২১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে ৯ দিনের ছেলেকে কামড়িয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গাজীপুর মহানগরের দক্ষিণ চত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সোমবার নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শিশুর বাবা আবু হানিফকে গ্রেফতার করেছে। হানিফের বাড়ি নাটোর জেলার সিংড়া থানার মাদারীপুর এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। 

বুধবার (১৯ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হানিফ ভবঘুরে জীবন কাটাচ্ছিল। সংসারে নানা অভাব-অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। তবে গত ৭ জুলাই সিজারের মাধ্যমে রহিমার পুত্রসন্তান জন্ম নেয়। হানিফ গত ১৫ জুলাই দাম্পত্য কলহের জেরে উত্তেজিত হয়ে তার ৯ দিন বয়সী শিশু রিয়াদের মুখমণ্ডলসহ দেহের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেন।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে গত রবিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, শিশুটি মারা যাওয়ার পর সোমবার রহিমা খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করলে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top