শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঝালকাঠিতে বাস দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি

শাকিল খান | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২১:৫৩

ছবি: সংগৃহীত

ঝালকাঠির ছত্তরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারের শোকের মাতম চলছে। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি।

রবিবার (২৩ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার (২৩ জুলাই) সকালে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন যাত্রী নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।

এদিকে ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনায় রবিবার (২৩ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

তিনি বলেন- নিহত ও আহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি। তবে হতাহতদের স্বজনরা অভিযোগ দায়ের করবেন, আমরা সেই অপেক্ষায় আছি। কেউ দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top