নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

শাকিল খান | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২২:৫৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগে বাশমু‌লি এলাকায় ঘ‌রের ভেত‌রে থাকা গ‌্যাস রাইজা‌রের লি‌কেজ থে‌কে বি‌স্ফোর‌ণে তিনজন দগ্ধ হ‌য়ে‌ছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

দগ্ধরা হলেন মো. আলম (৩৫), মো. রমজান আলী (২২) ও মো. সিফাত (১২)। পেশায় রঙ মিস্ত্রী, তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।

প্রত‌্যক্ষ‌দশীরা জানায়, এলাকার খ‌লিল মু‌ন্সির ব্যাচেলর ভাড়া‌টিয়ার ঘ‌রের ভেতরেই গ‌্যাস রাইজার র‌য়ে‌ছে। এই রাইজা‌রের লি‌কেজ থে‌কে ঘ‌রের ভে‌ত‌রে গ‌্যাস জম‌লে রাত বারটায় ভাড়াটিয়ারা দেয়াশলাই জ্বালা‌লে বি‌স্ফোর‌ণ হয়। এ সময় ঘ‌রের ভেত‌রে থাকা তিনজন দগ্ধ হয়। বি‌স্ফোর‌ণে ঘ‌রের উপ‌রে অংশ‌টি ধ‌সে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top