ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার
শাকিল খান | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৮:৪৮
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি বাসটির সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মিজান নলছিটির পূর্ব রায়পুর (বটতলা) গ্রামের মৃত নুুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, “দুর্ঘটনার সময় চালক মোহন বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এ সময় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গেও তর্ক-বিতর্ক করছিলেন। হঠাৎ করেই একটি অটোরিকশা সামনে পড়ে। তখন চালক পাশ কাটাতে যায়। বাসের গতি বেশি থাকায় পাশ কাটিয়ে উঠতে পারেননি। বাস পুকুরে পড়ে। ছাদে থাকায় মিজান রক্ষা পেয়েছেন।”
বিষয়: ঝালকাঠি দুর্ঘটনা নিহত গ্রেপ্তার newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।