শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন ভর্তি

শাকিল খান | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ২০:৫০

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২৫ জুলাই) হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক দিনে হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। অনেকেই জ্বর হলেই এ হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরে তাদেরকে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করানোর পর নিশ্চিত হই তারা ডেঙ্গু জ্বরের রোগী কি না।

তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্তদের জন্য মেডিসিন বিভাগে পাঁচটি ইউনিট খোলা হয়েছে। এই পাঁচ ইউনিটে মোট বেড সংখ্যা আছে ৩৪টি। এরমধ্যে পুরুষ ও নারীদের ১৬ বেড এবং শিশুদের রয়েছে দুটি বেড রয়েছে।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top