অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণ, আহত ১৬
শাকিল খান | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ২২:০১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পাঁচ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় প্রায় ৫০টি অটোরিকশা ছিল। ব্যাটারি ও অ্যাসিডও ছিল সেখানে। এ বিস্ফোরণে ভবনের একতলা উড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার পরিচালনা করে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।
বিষয়: নারায়ণগঞ্জ বিস্ফোরণ আহত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।