চট্টগ্রাম-১০ আসনে ভোট চলছে
শাকিল খান | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৯:৫৬
চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার এই আসনের ১৫৬টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৫টি সাধারণ। বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ।
প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৫ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। ৪ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টহলদল ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ৪ জুলাই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।
এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মো. মহিউদ্দিন বাচ্চু ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে মোট চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।