ওভারটেক করতে যাত্রীবাহী বাস খালে, হাসপাতালে ১২

শাকিল খান | প্রকাশিত: ১ আগষ্ট ২০২৩, ২২:২৫

ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে মাতাজী-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এ সময় ১২ জন যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ৯টায় ওই সড়কের চাকরাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ আগস্ট) বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নজিপুর থেকে নওগাঁগামী সামনের বাসকে ওভারটেক করেত গিয়ে পিছনের বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

টিম লিডার মহসিন মিয়া বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। এ সময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযান শেষে, কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top