বিয়ে বাড়িতে ‘ধামাইল নাচ’ নিয়ে সংঘর্ষ, আহত ৫০
শাকিল খান | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৩, ২০:০০
মৌলভীবাজারের রাজনগরে বিয়ের আগের রাতে ‘ধামাইল নাচ’ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঙ্গা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়েতে ‘ধামাইল নাচ’ করার জন্য এলাকার ছেলেরা একত্রিত হয়। এ সময় গ্রামের ছেরাগ মিয়া, এরাগ মিয়া ও লাল মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার সন্তানদের কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন। শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। উভয় পক্ষ দুই ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র প্রদর্শন ও একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আসব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতরা চিকিৎসা নিচ্ছে। থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: মৌলভীবাজার ধামাইল নাচ সংঘর্ষ আহত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।