কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ০৬:২২
গোপালগঞ্জের কোটালীপাড়া আগুনে পুড়ে গেছে ২টি বসত ঘরসহ ৬টি ঘর। এ আগুনে পুড়ে তিনটি গরু মারা গছে। এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈই জানান, ওই গ্রামের সূর্যকান্ত রায়ের বসত বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে পড়লে সূর্যকান্ত রায় ও নারায়ণ রায়ের বসত বাড়ী ও রান্না ঘর, গোয়াল ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এ সময় এ আগুনে পুড়ে ৩ টি গরু মারা যায়। পরে এলাকাবাসী ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
পরে কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈই খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থদের হাতে ৮ হাজার টাকা, ৬টি কম্বল, তিনটি শাড়ি ও দুটি গামছা তুলে দেন তিনি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।