খালে ভেসে উঠল ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ
শাকিল খান | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৩, ২০:৪৮
কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গাপাড়ায় খালে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ওই খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে- ফেরাসিংগাপাড়া এলাকার নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮)।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যায় তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালীনামক খালে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে।
ইউপি চেয়ারম্যান জানান, তিন শিশুর লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বিষয়: কক্সবাজার মৃতদেহ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।